Hote Pari Lyrics-Rishi Panda

Hote Pari Lyrics (হতে পারি)-Rishi Panda | Bengali Song

Hote Pari Lyrics-Rishi Panda

Hote Pari Lyrics Song by Rishi Panda

Hote Pari is the latest Bengali song sung by Rishi Panda. Music is given by Rishi Panda. Hote Pari Lyrics is written by Shankhadip Paria, Rishi Panda.

  • Song: Hote Pari
  • Singer: Rishi Panda
  • Music, Mix: Rishi Panda
  • Lyrics: Shankhadip Paria, Rishi Panda

Hote Pari Lyrics

হতে পারি গান তোমাকে নিয়ে

হতে পারি সুর তোমাকে ছুঁয়ে

সুরেরই দোটানায়

ভাবনারা ছুটি পায় ধোঁয়ায়

হতে পারি দূর আকাশের নীল

হওয়া যায় তোমার রঙেতে সামিল

দুরেরই ইশারায়

তোমার হাসি ভেসে যায় হয়

হতে পারি তাই যেমন চাও তেমন

হতে পারি তাই যেমন চাও তেমন

লা লা লা লা লা লা

সুরেরই খাতায় তোমাকে এঁকে

দিতে এরই এক অচেনা রাতে

আদর ধরা দেয়

 সকাল ছুঁয়ে যায়

আকাশ ধুয়ে দেয় তোমায়

হতে পারি রং তোমার মনে

হওয়া জাট জীবন তুলির টানে

সময় থেমে যায়

ক্যানভাস এর আঙিনায় হারায়

হতে পারি তাই যেমন চাও তেমন

হতে পারি তাই যেমন চাও তেমন

লা লা লা লা লা লা

Leave a Reply